ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

সদর উপজেলা দল চ্যাম্পিয়ন

বগুড়ায় আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
বগুড়ায় আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতা -২০১৫ এর ফাইনাল  শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো সদর উপজেলা দল।

শনিবার (১৭অক্টোবর) বিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় আলতাফুন্নেছা খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।



উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কাহালু উপজেলা দলকে ৫৯-৩৩পয়েন্টে হারিয়ে সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের জাহিদ হাসান জয় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

খেলা শেষে পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, বগুড়া বিসিক ব্যবসায়ী সমিতির সভাপতি আইনুল হক সোহেল।

এ সময় অন্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, নুরুল আমিন টুটুল ও শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা তায়েব আলী, জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
পরে প্রধান অতিথি ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে সম্প্রতি পাকিস্তান সফর থেকে ফেরা বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অন্যতম সদস্য বগুড়ার মেয়ে শারমিন সুলতানাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।