সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে এনা পরিবহনের বাস এবং একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে আট থেকে দশজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, গাড়ি দু’টি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত ৮/১০ জন। তাদের ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এনা পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে সিলেট যাচ্ছিল এবং বালুভর্তি ট্রাক সিলেট থেকে আসছিল বলেও জানান ওসি।
আতাউর রহমান আরও জানান, আহতদের মধ্যে বাস চালকের অবস্থা গুরুতর। এছাড়া তেমন কেউ গুরুতর নন, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া যাবে।
বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫, আপডেট ০০০৬
এনইউ/আইএ