ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রাজধানীতে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর নয়াটোলা মগবাজারে প্রতিপক্ষের আঘাতে শামসুল হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ আক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।



ঘটনা প্রসঙ্গে নিহতের ভাই ফালান মিয়া বাংলানিউজকে জানান, ১৪৮ নয়াটোলা মগবাজার, রমনায় তাদের বাসা। এর পাশে একটি জায়গা রয়েছে। যা নিয়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে বিরোধ প্রায় এক বছর ধরে। মামলাও হয়েছে এ নিয়ে।

দফায় দফায় জায়গা দখল করেছেন সেই পুলিশ এমন অভিযোগ করে ফালান জানান, এর সূত্র ধরে শনিবার রাত ৮টার দিকে পুলিশের ভাই মোরশেদ, শহীদুল ও আরও কয়েকজন মিলে তাদের বাসায় হানা দেন। পরে তারা সবাই ভয়ে পালিয়ে যান। কিছু সময় বাদে ফিরে এসে ভাই শামসুলকে বাসার পেছনের গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখনই দ্রুত ঢামেকে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে রাত সাড়ে ১১টার দিকে শামসুলের মৃত্যু হয়।

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা এসেছেন। পুরো ঘটনা জানানো হয়েছে। এখন তারাই ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।