সাতক্ষীরা: আটক হওয়া দুই বনদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনে অভিযান চালিয়ে একটি বিদেশি বন্দুকসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বন বিভাগের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে বন্দুক-গুলি উদ্ধার করা হয়।
এদিকে সন্ধ্যার দিকে আটক হন দুই বনদস্যু। তারা হলেন, শ্যামনগর উপজেলার চাদনীমুখিয়া গ্রামের জলিল শেখের ছেলে আব্দুর রহমান (৩৫) ও পাইকগাছা উপজেলার শরিফুল ইসলাম (৪০)।
পরে তাদের নিয়ে সুন্দরবনের দোবেকী স্টেশন সংলগ্ন বনে অভিযান চালিয়ে বিদেশি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে অভিযান পরিচালনাকারী দলটি।
বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এসএম শোয়েব খান এই তথ্য জানান।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আইএ
** শ্যামনগরে দুই বনদস্যু আটক