ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ বিভাগ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে র‍্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ময়মনসিংহ বিভাগ করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে র‍্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দীর্ঘ আন্দোলন, দাবির পর চার জেলা নিয়ে বিভাগ বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি করেছে ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদ (এমডিডিএস)।

এতে ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আহমদ শাহীন, নির্বাহী সভাপতি মো. জহিরুল আলম নিউটন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস মাখন, সহ-সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিবুর রহমান রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, মো. সেকেরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আবু সাদাত, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক মো. মেহেদী কাউসার, ধর্ম সম্পাদক মো. এহসানুল হক, অর্থ সম্পাদক মো. মোরশেদ আলম উজ্জ্বলসহ প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন।



আনন্দ র‍্যালিটি শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে পুনরায় উদ্যানে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।