ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ধুনটে মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হযরত আলী ওরফে ধুল্লা (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টার দিকে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।



তিনি ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এর আগে শনিবার (১৭ অক্টোবার) দিবাগত রাতে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি তিনমাথা মোড় থেকে তাকে আটক করা হয়।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হযরত আলী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। শনিবার রাতে বেলকুচি তিনমাথা মোড়ে ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় হযরত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।