ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

রেড এলার্ট জারিকে ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
রেড এলার্ট জারিকে ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: বাংলাদেশ ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রেড এলার্ট জারি দেশি ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।



স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্র সবসময় হচ্ছে। প্রধানমন্ত্রী এটা স্পষ্ট করেছেন। বাংলাদেশ ভ্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রেড এলার্ট জারি দেশি  ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রের অংশ। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সরকারকে বিব্রত করা হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আশঙ্কার কথা জানায় কিন্তু তথ্যের উৎস দেয় না মন্তব্য করে তিনি বলেন, এর আগেও তারা আশঙ্কার কথা জানিয়েছিলো। এরপরই দুই বিদেশি নাগরিককে হত্যা করা হয়। তারা তথ্যের উৎস জানালে নিরাপত্তার জন্য তা ভালো হতো।

তিনি আরও বলেন, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে। কোথাও কোনো ফাঁকফোকর আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি’কে সতর্ক রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণই এ ষড়যন্ত্র প্রতিহত করতে পারবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিদেশিদের আগমন আরও বেশি হয়েছে। বন্ধুপ্রতিম দেশের নাগরিকরা এসব আশঙ্কায় ভীতু নয়। শিগগিরই ২০টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা বাংলাদেশে আসবেন।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, দুর্গা পূজা ও আশুরায় ষড়যন্ত্রকারীরা নাশকতা ঘটাতে পারে, এমন আশঙ্কা থেকে আমরা প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়েছি।

যুক্তরাষ্ট্রের আশঙ্কাকে প্রাধান্য দিয়ে তাদের গোয়েন্দাদের সঙ্গে বাংলাদেশি গোয়েন্দারা কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়ধ: ১৪১২ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৫/আপডেট: ১৫১৪ ঘণ্টা
এসএমএ/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।