রাজবাড়ী: রাজবাড়ীতে সাটল ট্রেনের নিচে কাটা পড়ে কিয়ামউদ্দিন মোহন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে পাঁচুরিয়া স্টেশনের প্রায় একশ’ গজ দূরে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিয়ামউদ্দিন পাঁচুরিয়া আন্দার মানিক এলাকার বাসিন্দা।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচুরিয়ার গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোরাদাহগামী সাটল ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। তবে কিভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। সুরতহাল রিপোর্ট শেষ ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
আরএ