ঢাকা: প্রার্থিতা পেতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপিল আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মদ এ শুনানি করছেন।
রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটে এ শুনানি শুরু হয়। এর আগে বেলা ১১টায় নির্বাচন কমিশনে পৌঁছান কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকীর শুনানি শেষে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর শুনানিও করবে ইসি।
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার (১৬ অক্টোবর) এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।
এ আসনে আগামী ১০ নভেম্বর নির্বাচন হওয়ার তারিখ রয়েছে।
টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় গত ১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ইইডি/জেডএস