ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিনে শৈশবের স্মৃতিচারণ করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেন, আজ আমার ছোট মামা শেখ রাসেলের জন্মদিন।
তিনি বলেন, রাসেল মামা খুব সৌখিন ছিলেন। মামা তার সব খেলনা সাজিয়ে গুছিয়ে রাখতেন। আমি তার খেলনা নিয়ে দৌঁড় দিয়ে নানীর আচঁলের নিচে লুকাতাম।
রোববার (১৮ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ স্মৃতিচারণ করেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। কয়েকজন খুনি বিদেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সবাইকে ফিরিয়ে এনে আমরা আইনগতভাবে বিচার করবো।
এ সময় সজীব ওয়াজেদ জয় সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, আমার স্বপ্ন ছিলো বাংলাদেশে হাইটেক পার্ক তৈরি করার। সেটারই যাত্রা শুরু হলো আজ।
তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভবিষ্যতে বাংলাদেশে গুগল-ফেসবুক আনবেন। যেকোনো বড় কাজ করতে নিজের মেধা ও চেষ্টাই বড় কথা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জয় বলেন, আমরা চিন্তা করেছি দেশটাকে ডিজিটাল করবো। কিভাবে আমরা মানুষকে ডিজিটাল সেবা দেবো সেটা ভেবেছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রযুক্তি বিভিন্ন খাতে ডিজিটাল সেবা দিয়ে যাচ্ছে সরকার। আইটি ইন্ডাস্ট্রিজ করা আমাদের ইচ্ছা ছিল।
‘আমি যখন ব্যাঙ্গালুরুতে ব্যাচেলর ডিগ্রি করি তখন সেখানে আইটি ইন্ডাস্ট্রিজ গড়ে ওঠে। আমার তখনই মনে হয়েছে বাংলাদেশেও করা যায়। সেখানে হলে বাংলাদেশে কেনো হবে না। আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে তখন এটার কথা চিন্তা করা হয়। কালিয়াকৈরে জমি দেখা হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় এলে এটা আর হয়নি। ’
জয় বলেন, বিএনপি আইটির (তথ্যপ্রযুক্তি) দিকে নজরই দেয়নি। তাদের এ ধারণাও ছিলো না। তারা এটা বোঝেও না। আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই আমরা উদ্যোগ নেই। কলিয়াকৈরে বড় আকারে হাইটেক পার্ক তৈরির কাজ চলছে।
আইটি বিষয়ে নিজের উদ্যোগের কথা তুলে ধরে জয় আরও বলেন, শুধু চাকরি করে আমি শান্তি পাই না। আমি সিলিকন ভ্যালিতে স্টার্টআপ শুরু করি। নিজ উদ্যোগে একটা কিছু করবো বলে। তাই আমিও আপনাদের মতো একজন উদ্যোক্তা। একবার না পারলে দু’বার, তিন বার চেষ্টা করলে সফল হওয়া যায়। ভবিষ্যতের গুগল, ভবিষ্যতের ফেসবুক আপনাদের মধ্য থেকে উঠে আসবে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫/আপডেট: ১৫৩১ ঘণ্টা
এসকে/জেডএফ/জেডএস