ঢাকা: নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। দেখা যাক শেষটা কী হয়।
প্রার্থিতা পেতে রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার পর নির্বাচন কমিশনে (ইসি) শুনানিতে অংশ নেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মদ শুনানি গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে অপর চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।
কাদের সিদ্দিকীর শুনানি শেষে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর শুনানিও অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী আদালতে যেমন হয়, শুনানির পরই রায় দেওয়া হয়। কিন্তু এখানে আমাদের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা কাগজপত্র দেখে, পর্যালোচনা করে বিকেল ৫টায় রায় জানিয়ে দেবে।
গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার (১৬ অক্টোবর) এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।
এ আসনে আগামী ১০ নভেম্বর নির্বাচন হওয়ার তারিখ রয়েছে। দু’জনই কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
টাঙ্গাইল-৪ আসনের সাবেক এমপি লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় গত ১ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
ইইডি/জেডএস
** আপিল শুনানি চলছে কাদের সিদ্দিকীর