বগুড়া: বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাসও (বগুড়া চ-১১-০০৩৪) জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের মাটিডালী বাঘোপাড়ায় ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
আটক তিনজন হলেন- সদরের ছোট কুমিড়া পশ্চিমপাড়ার সোলায়মানের ছেলে আব্দুল মোমিন (২১), গোদারপাড়া উত্তরপাড়া এলাকার শাহ আলমের ছেলে শাওন (২০) ও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নারায়ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (৩০)।
ওসি জানান, শনিবার দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সেখের নেতৃত্বাধীন পুলিশের দল মাটিডালী বাঘোপাড়ার একটি ফিলিং স্টেশন এলাকায় একটি মাইক্রোবাসে অভিযান চালায়। এসময় মাইক্রোবাসটি তল্লাশি করে নিষিদ্ধ ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একইসঙ্গে এর বাহক তিন মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/এইচএ