আশুলিয়া (ঢাকা): রাজধানীর ডেমরা থেকে অস্ত্রসহ মেহেদী হাসান সেলিম ও রানা আহম্মেদ নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
রোববার (১৮ অক্টোবর) সকালে র্যাব-৪ আশুলিয়ার নবীনগর ক্যাম্প কোম্পানি-২ এর অধিনায়ক মেজর মাসুদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার গভীর রাতে রাজধানীর ডেমরা থানার হাজীনগর এলাকায় সবুর খানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই দুই যুবককে আটক করা হয়েছে।
এসময় তাদেরকে কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দু’টি প্রাচীন তামার মুদ্রা, আটটি মোবাইল ফোন ও দশটি বিভিন্ন কোম্পানির সিমকার্ড উদ্ধার করা হয়।
তিনি জানান, আটকরা বিভিন্ন চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা দু’জনই হাজীনগর এলাকার সবুর খানের বাসার ভাড়াটিয়া।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের থানায় সোপর্দ করা হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
জেডএফ/এসএইচ