ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে ৩ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
নন্দীগ্রামে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতামাঝা ইউনিয়নে তিন মাদকসেবীকে আটকের পর ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৭ ‍অক্টোবর) রাতে থালতামাঝার পারসন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন- দুপচাঁচিয়া উপজেলা তালোড়া গ্রামের আব্দুল গাফফার মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (১৯), একইগ্রামের আব্দুস সালামের ছেলে পল্লব ফকির (১৮) ও গোলাম হোসেনের ছেলে বাবু প্রামাণিক (১৯)।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১০টার দিকে দণ্ডাদেশপ্রাপ্তদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।