ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ষাল ইউনিয়নের মুনুড়িয়া এলাকায় নছিমন উল্টে ১০ জন আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-সদর উপজেলার একই গ্রামের জাদুড়িয়া গ্রামের আব্দুল জব্বার মণ্ডলের দুই ছেলে মহিদ হোসেন (৭) ও মহীন হোসেন (৯), মঈন হোসেনের স্ত্রী শারমিন আক্তার (২০), সাগর হোসেনের স্ত্রী শিলা খাতুন (২৭), আব্দুল জব্বারের স্ত্রী ফাতেমা খাতুন (৪৫), নায়েব আলীর স্ত্রী রিনা খাতুন (৪০) ও ভোগবান নগরের বাদশা মিয়ার ছেলে শাহিন আহাম্মেদসহ (৩০) ১০ জন।
মিয়াকুন্ডু গ্রামের ইফতু খান বাংলানিউজকে জানান, কালীগঞ্জ উপজেলার তালিয়ান গ্রাম থেকে যাত্রী নিয়ে নছিমনটি জাদুড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে মুনুড়িয়া গ্রামের কচা তলার মোড়ে চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি উল্টে যায়। এতে নছিমনে থাকা যাত্রীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএ