ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
চুয়াডাঙ্গায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৭ নভেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।

সমাবেশে খুলনা বিভাগের ৩৬টি পৌরসভার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা শাখার সভাপতি আয়ুব আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন,দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।

বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ পেনশন প্রথা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।