চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৭ নভেম্বর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে সমাবেশের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার।
চুয়াডাঙ্গা শাখার সভাপতি আয়ুব আলী বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন,দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ পেনশন প্রথা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
পিসি/