ঢাকা: বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২ এর মর্যাদা দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
শনিবার (০৭ নভেম্বর) প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ সম্মেলনের ৩৮তম অধিবেশনের বৈঠকে এ মর্যাদা দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ১শ ৯৫টি সদস্য দেশের প্রতিনিধি ছাড়াও ৮টি সহযোগী দেশের সদস্য অংশ নিচ্ছেন।
এ অধিবেশনেই ক্যাটাগরি-২ এ উন্নীতের মর্যাদা পায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এ ইনস্টিটিউট বাংলাদেশে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ প্রথম সংস্থা।
ক্যাটাগরি-২ এ উন্নীত হওয়ায় শিক্ষামন্ত্রী তার বক্তৃতায় সদস্য দেশ ও ইউনেস্কোর শীর্ষ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ক্যাটাগরি-২ এ উন্নীত হওয়া বাংলাদেশের জন্য গর্বের। এতে ইউনেস্কো থেকে বিভিন্ন সহায়তা আরও বাড়বে।
মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ ভূখণ্ডের মানুষ রক্ত দিয়েছিলো।
এজন্য ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মাতৃভাষা বাংলাসহ অন্য ভাষা গবেষণার জন্য প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমআইএইচ/এসএস