বরিশাল: বরিশালের কাউনিয়া থানাধীন পূর্ব চর-আবদানী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক মোসা. নাসিমা বেগম (৩০) ওই এলাকার বাসিন্দা আ. আজিজ কবিরাজের স্ত্রী।
শনিবার (০৭ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটককৃতের কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এক পাঠানো এক বার্তায় এ খবর নিশ্চিত করে ডিবি পুলিশ। এ ঘটনায় আটক মোসা. নাসিমা বেগম ও তার পলাতক স্বামী আ. আজিজ কবিরাজের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও ওই বার্তায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমজেএফ/