ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অষ্টম অধিবেশনে ৫ প্যানেল সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
অষ্টম অধিবেশনে ৫ প্যানেল সভাপতি

জাতীয় সংসদ ভবন থেকে: দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হয়েছে রোববার (৮ নভেম্বর) বিকেলে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনায় ৫ জন সদস্য প্যানেল সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন।


 
এই পাঁচ জনের মধ্যে সিনিয়র অনুযায়ী যিনি উপস্থিত থাকবেন, তিনিই সংসদ পরিচালনায় সভাপতিত্ব করবেন। এ পাঁচ প্যানেল সভাপতি হলেন- অধ্যাপক আলী আশরাফ, আবু জাহিদ, তালুকদার মো. ইউনূস, ফখরুল ইমাম এবং বেগম সেলিনা বেগম।
 
অধিবেশনের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্যানেল সভাপতিদের নাম ঘোষণা করেন। এরপর দু’টি বিল উত্থাপন শেষে প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর ওপর শোক প্রস্তাব উত্থাপিত হয়েছে। রিপোর্ট লেখা পযর্ন্ত শোক প্রস্তাবের ওপর আলোচনা চলছিল।
 
আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর দিনের কাযর্সূচি সমাপ্ত হবে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএম/আরএম

** সংসদ অধিবেশন শুরু

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।