ভোলা: ‘বসত বাড়িতে সবজি চাষ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে ভোলায়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. হুমায়ুন কবির, সহযোগী সমন্বয়কারী মো. মোশারেফ হোসেন, উপ-সহকারী কৃষি বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন পিও টেকনিক্যাল মোহাম্মদ আলী, পিও সোস্যাল (পুস্টি) আরিফুল ইসলাম ও পিও টেকনিক্যাল রাজিব হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এটি