ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী সাইফুদ্দিনের সন্ধান চায় পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ব্যবসায়ী সাইফুদ্দিনের সন্ধান চায় পরিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যবসায়ী সাইফুদ্দিনের সন্ধান চায় তার পরিবারের সদস্যরা। সাইফুদ্দিনকে রাজধানীর লালবাগের নিজ বাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ তুলছেন তারা।



রোববার (০৮ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্র্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে এ অভিযোগ করেন ভগ্নিপতি বাদশা মিয়া।

বাদশা মিয়া বলেন, আজ এখানে সংবাদ সম্মেলনে বক্তব্য উপস্থাপন করার কথা ছিল মিসেস সাইফুদ্দিনের। কিন্তু স্বামী ‘নিখোঁজের’ শোকে তিনি হঠাৎ মাইল্ড স্ট্রোক করেছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে ছেলে নিখোঁজের ঘটনায় সাইফুদ্দিনের মা হার্ট অ্যাটাক করেন।

তিনি বলেন, ব্যবসায়ী সাইফুদ্দিনের সাত মাসের জমজ ছেলে-মেয়ে, এক বছর ও চার বছর বয়সী দু’টি মেয়ে আছে। সন্তানদের জন্য হলেও তাদের বাবার সন্ধান দেওয়ার জন্য সরকারের কাছে আকুতি জানাই।

বাদশা মিয়া জানান, বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে সাতটার দিকে ১১৮/৬, পশ্চিম শহীদবাগ, লালবাগের নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাইফুদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১২৪৪। একই সঙ্গে ৠাব মহাপরিচালক বরাবর সাইফুদ্দিনের সন্ধান চেয়ে একটি আবেদন করেছেন তার ভাই আলাউদ্দিন।

সাইফুদ্দিন মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজের মালিক। তিনি সরকারের দীর্ঘমেয়াদি করদাতা হিসেবে পুরস্কারের জন্য আমন্ত্রিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসইউজে/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।