ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বিয়ের দাবিতে অনশনে প্রেমিকা অসুস্থ

নাটোর: নাটোর সদর উপজেলার মোকরামপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রেমিকা।

আতিয়া খাতুন আশা (২২) নামে ওই প্রেমিকাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে রোববার(৮ নভেম্বর) দুপুরে তার পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকেই প্রেমিক হাফিজুর রহমান হাফিজ পলাতক। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আলতাফ হোসেনের মেয়ে কলেজ ছাত্রী আতিয়া খাতুন আশার সঙ্গে পার্শ্ববর্তী মোকরামপুর গ্রামের হাতেম আলীর ছেলে হাফিজুর রহমান হাফিজের (২৮) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সাত বছর ধরে তাদের দু’জনার প্রেমের সম্পর্ক চলে আসছে। এর মধ্যে হাফিজের বাবা-মা অন্যত্র ছেলের বিয়ে ঠিক করার খবর পেয়ে আশা  প্রেমিক হাফিজের বাড়িতে গিয়ে ওঠেন।
এ অবস্থায় এলাকাবাসী সহ উভয়পক্ষ বৈঠকে বসে দু’জনার বিয়ের দেওয়ার জন্য দিনক্ষণ ঠিক করার সিদ্ধান্ত হয়। কিন্তু প্রেমিক হাফিজুর বাড়ি থেকে পালিয়ে যান।

এদিকে, প্রেমিকের বাড়িতে অনশনরত প্রেমিকা আশা শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আশাকে তার বাবা আলতাফ হোসেনের জিম্মায় দেয়। আশা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষকেই সোমবার থানায় ডাকা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।