সুনামগঞ্জ: রাধারমণ, হাছন রাজা ও আব্দুল করিমের নিজ নিজ এলাকায় স্মৃতিস্তম্ভ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার (০৮ নভেম্বর) বিকেলে পৌণে ৩টায় সুনামগঞ্জের জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে মরমী কবি রাধারমণ দত্তের শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ৩ দিনব্যাপী এ স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, রাধারমণ, হাছন রাজা ও শাহ আব্দুল করিমের জন্ম হয়েছে এ জনপদে। ভাটির দেশ সুনামগঞ্জ মরমী গানের জন্য বিশেষভাবে বিখ্যাত। ভাটি এলাকার নৈসর্গিক সৌন্দর্য এ এলাকার মানুষকে ভাবুক করে তুলেছে।
তিনি বলেন, তাদের সহজিয়া ভাষায় রচিত গান আমাদের মুগ্ধ করে। তারা স্বাধীনভাবে জীবন-যাপন ও সহজিয়া ভাষায় গান রচনা করে আমাদের লোক-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।
অর্থমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, রাধারমণ, হাছন রাজা ও আব্দুল করিমের নিজ নিজ এলাকায় স্মৃতিস্তম্ভ করা হবে। এলাকাবাসী উদোগ নিলে সরকার সহযোগিতা করবে। তাই উদ্যোগটা এলাকাবাসীকেই নিতে হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিংহের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম, তথ্য সচিব মর্তুজা আহমদ প্রমুখ।
সভা শেষে অর্থমন্ত্রী তিন দিনব্যাপী স্মরণ সভার উদ্বোধন ঘোষণা করেন। এর আগে রাধারমণ দত্তের ধামাইল গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর