ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসে নারী কর্মীদের বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
প্রবাসে নারী কর্মীদের বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে

জাতীয় সংসদ ভবন থেকে: প্রবাসে নারী কর্মীদের নির্যাতনের ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

তিনি বলেন, প্রবাসে কর্মরত নারী কর্মীদের বিচ্ছিন্ন কিছু নির্যাতনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে।


 
রোববার (০৮ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম কার্যদিবসে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সদস্য কামাল আহমেদ মজুমদারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী বলেন, প্রবাসে নারী কর্মীদের ওপর নির্যাতনের খবর পাওয়া মাত্রই দূতাবাস মহিলা কর্মীদের উদ্ধার করে সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে। একইসঙ্গে নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন-ভাতাসহ অন্য ন্যায্য পাওনা আদায়ে সহযোগিতা করছে। কোনো গৃহকর্মী নিয়োগকর্তার অধীনে কাজ করতে অনীহা প্রকাশ করলে তার ইচ্ছানুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয় অথবা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে চাইলে পাঠানোর যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রবাসে নারী কর্মীদের ওপর নির্যাতন বাড়ছে, এ ধারণাটি তথ্যভিত্তিক নয়।
 
তিনি বলেন, মমতাজ বেগম নামে এক নারীকর্মী গত ২৪ মে আবুধাবিতে ১৪ তলা থেকে পড়ে নিহত হন। প্রাথমিকভাবে ঘটনাচি আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হয়েছিলো। তবে আবুধাবি পুলিশ প্রতিবেদন ও ফরেনসিক প্রতিবেদন অনযায়ী, নিহত মমতাজের শরীরে নির্যাতনের কোনো আলামত পাওয়া যায়নি।  
 
সরকার দলীয় সদস্য হাবিবুর রহমান মোল্লার এ সংক্রান্ত অন্য একটি প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন বাড়িতে কর্মরত নারী শ্রমিকদের যৌন হয়রানির কথা সঠিক নয়। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তবে নারী কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানের বিষয়টি স্পর্শকাতর বিধায়, বর্তমান সরকার নারী কর্মীদের অভিবাসন নিরাপদ করার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫/আপডেট: ১৭৫৯ ঘণ্টা
এসএম/এসএস

** অষ্টম অধিবেশন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।