সাতক্ষীরা: সাতক্ষীরায় ঘুষ গ্রহণের দায়ে সাইফুল ইসলাম নামে বিআরটিএ’র এক এমএলএসএসকে (অফিস সহকারী) বরখাস্ত করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা কালেক্টরেটের বিআরটিএ অফিসে ঘুষের টাকাসহ হাতে নাতে আটক হন তিনি।
সাইফুল ইসলাম জেলা সদরের গোয়ালপোতা গ্রামের মুজিবর রহমানের ছেলে।
বিআরটিএ অফিসে একটি কাজে আসা কমলেশ সরকার বলেন, দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে ধর্ণা দিয়েও কাজ করিয়ে নিতে ব্যর্থ হয়েছি। পরে এমএলএসএস সাইফুল কাজটি করিয়ে দেওয়ার কথা বলে আমার কাছে এক হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে কাজ হবে না বলেও জানিয়ে দেন তিনি। এরপর আমি পাঁচশ’ টাকার দু’টি নোটের ফটোকপি রেখে তা সাইফুলকে দেই। এরপর আমি ঘুষের বিষয়টি বিআরটিএ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানাই। অভিযোগ পেয়েই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাইফুল ইসলামের দেহ তল্লাশি করে ঘুষ হিসেবে নেওয়া এক হাজার টাকা উদ্ধার করে।
বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআই