বরিশাল: বরিশালের প্রয়াত দানবীর ও শিক্ষানুরাগী অমৃত লাল দের স্ত্রী যোগমায়া দে পরলোকগমন করেছেন।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে নগরীর হাসপাতাল রোডে অমৃত ভবনে অসুস্থ হয়ে পড়েন তিনি।
দ্রুত বরিশাল ক্লাব রোডে শাফায়াত হাসপাতালে নেওয়ার পথে দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
অমৃত লাল দে অ্যান্ড কোম্পানি ও অমৃত ফুড প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবী যোগমায়া দের মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, সিটি করপোরেশনের মেয়র মো. আহসান হাবিব কামাল, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করীম, মহানগর আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
সোমবার সকাল ৮টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য প্রয়াতের মরহেদ অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে রাখা হবে।
পরদিন মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কাউনিয়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক দেবাশিষ চক্রবর্তী।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর