জাতীয় সংসদ ভবন থেকে: বর্তমানে সারাদেশে প্রায় ২০০টি খাদ্য গুদাম ব্যবহারের অনুপযোগী বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।
রোববার (০৮ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সরকার দলীয় সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, খাদ্য গুদাম সংস্কারপূর্বক চালু করার পরিকল্পনা ইতোমধ্যে সরকার গ্রহণ করেছে এবং এ খাতে অর্থ বছরভিত্তিক বাজেট বরাদ্দ ক্রমান্বয়ে বাড়ছেই। ২০১৩-১৪ অর্থ বছরে ২০ কোটি ৩৯ লাখ, ২০১৪-১৫ অর্থ বছরে ১৯ কোটি ০১ এবং ২০১৫-১৬ অর্থ বছরে ২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের ওপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খাদ্য বিভাগ ব্রাজিল থেকে কোনো নিম্নমানের গম আমদানি করেনি। পত্র-পত্রিকায় ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর, ব্রাজিল থেকে আমদানিকৃগ গম বিভিন্ন পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। পরীক্ষার নিম্নমান বা খাবার অনুপযোগী কোনো গমের অস্তিত্ব পাওয়া যায়নি।
খাদ্যমন্ত্রী জানান, ২০১৪-১৫ অর্থবছরে ফ্রান্স থেকে গম আমদানির লক্ষ্যে ৪টি চুক্তিপত্রের আওতায় ২লাখ মেট্রিকটন গমের চুক্তিপত্র সম্পাদিত হয়। চুক্তিপত্রের পর চট্টগ্রাম বন্দরে আগত ২টি জাহাহে আনীত গম নির্দেশ মোতাবেক না হওয়ার কারণে জাহাজ দুটি ফেরৎ দেওয়া হয়। একইভাবে মংলা বন্দরে আগত এমভি মিনটাইল জাহাজে আনীত গমের মধ্যে ২১ হাজার মেট্রিকটন গম চুক্তিঅনুযায়ী না হওয়ার কারণে গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, সরকার চুক্তি বর্হিভূত নিম্নমান ও খাওয়ার অনুপযোগী কোনো গম ফ্রান্স থেকে আমদানি করেননি। নিম্নমান ও খাওয়ার অনুপযোগী কোনো গম ফ্রান্স থেকে আমদানি হলেও খাদ্য বিভাগ তা গ্রহণ করেনি, সেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএম/বিএস
** প্রবাসে মহিলা কর্মীদের বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে
** অষ্টম অধিবেশন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত