জাতীয় সংসদ ভবন থেকে: দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান সংবলিত একটি অধ্যাদেশ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) বিকেলে অষ্টম অধিবেশনে স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৫ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
উত্থাপিত বিলে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে।
গত ২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাদেশটি জারি করেন।
অধ্যাদেশের নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, কোনো পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য কোনো ব্যক্তিকে কোনো রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী হতে হবে। রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত যে কোনো বিষয় অধ্যাদেশটিতে থাকবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএম/বিএস
** ২০০টি খাদ্য গুদাম ব্যবহারের অনুপযোগী
** প্রবাসে মহিলা কর্মীদের বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে
** অষ্টম অধিবেশন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত