জাতীয় সংসদ ভবন থেকে: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে বিএনপির অঙ্গ সংগঠন বলে আখ্যায়িত করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তাদের বক্তব্য এখতিয়ার বর্হিভূত। তাদের সংসদের বিশেষ অধিকার কমিটিতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হোক।
সোমবার (০৯ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় সংসদে সভাপতির চেয়ারে ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিআইবিকে সংসদে সমন করে প্রশ্নের মুখোমুখি করতে হবে। তাদের আয়ের উৎস খুঁজে বের করতে হবে। কারা তাদের ইন্ধন দিচ্ছে। তারা কোনো দিনই বাংলাদেশের প্রশংসা করেনি। শুধু দুর্নাম ছাড়া।
তিনি বলেন, শেখ হাসিনা যখন আন্তর্জাতিকভাবে পুরস্কার পাচ্ছেন, সারাবিশ্বে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে- তখনই দু’জন বিদেশিকে হত্যা করা হয়। এ নিয়ে সে সময় কিছু কিছু দূতাবাস অতিরিক্ত রিঅ্যাকশন দেখিয়েছে। আমরা ওইসব দেশের কিছু কূটনীতিকদের বলেছি- এই অতিরিক্ত রিঅ্যাকশন পক্ষান্তরে হত্যাকারী, জঙ্গি ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে। অন্যদিকে রংপুরে জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে। দেশের এ অবস্থায় টিআইবি হঠাৎ করেই এমন বিভ্রান্তমূলক রিপোর্ট দিয়েছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিআইবি ওই রিপোর্টের শেষে বলেছে- নতুন নির্বাচন দিলে সমস্যার সমাধান হবে। এতে পরিষ্কার হয়েছে, টিআইবি প্রমাণ করেছে, বিএনপির একটি অঙ্গ সংগঠন তারা। কারণ খালেদা জিয়া সংলাপ ও নির্বাচন চান, একই সুরে টিআইবি কথা বলেছে। বিএনপি-জামায়াত দুই বিদেশিকে হত্যা করে বাংলদেশকে নাজুক অবস্থায় ঠেলে দিতে চায়। দেশের অগ্রগতি থমকে দিতে চায়, কিন্তু পারবে না।
তিনি বলেন, খালেদা জিয়া টানা ৯২ দিন ধরে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ ও শত শত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন- সে কথাটি টিআইবি কোনো দিন বলেনি। এই টিআইবি দেশের স্বাধীনতার চেতনা ও অগ্রগতিকে বানচাল করতে চায়। তাই অনতিবিলম্বে টিআইবিকে সংসদের বিশেষ অধিকার কমিটিতে হাজির করে প্রশ্নের সম্মুখীন করতে হবে, কিভাবে তারা টাকা পায়, কে অর্থায়ন করে। এসবের জবাব নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫, আপডেট ২০২৬
এসএম/আইএ
** রাষ্ট্রপতির অবসরভাতা বৃদ্ধিতে বিল, অবৈধরা সুযোগ পাবেন না
** আমার কোনো ফেসবুকই নেই
** নিরাপত্তাহীনতায় ভূগছেন সুরঞ্জিত
** নৌ-শুমারি প্রকল্প প্রক্রিয়াধীন
** টিআইবি’র জবাবদিহিতা চাইলেন বিরোধীদলীয় নেতা
** ‘এক সপ্তাহের মধ্যে ৫০০ কনসালট্যান্ট নিয়োগ’
** ৩২ বছরে নৌ দুর্ঘটনায় ৪ হাজার ২৫৫ জনের মৃত্যু
** বিশেষায়িত চিকিৎসকের সংখ্যা অপ্রতুল
** প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি
** প্রতিটি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল