ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারহানুল ইসলাম বাবু (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
 
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কবিরহাট পৌরসভার ফতেপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 
 
মৃত বাবু ফতেপুর গ্রামের মকুম আলী মুন্সি বাড়ির ইউনুছ আলীর ছেলে এবং কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জুর চাচাতো ভাই। ২০১৫ সালে কবিরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।  
 
বাবুর পরিবারের সদস্যরা জানান, দুপুরে নিজ বাড়ির একটি নারকেল গাছে উঠে বাবু। এ সময় অসাবধানতাবসত গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
 
দ্রুত উদ্ধার করে তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।