ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
রূপগঞ্জে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫৭০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- উপজেলার পাঁচাইখাঁ এলাকার মাওলা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২), লাভপাড়া এলাকার ওমর আলীর ছেলে সুরুত আলী (৩১) ও পার্শ্ববতী সোনারগাঁও উপজেলার বারুদী এলাকার মৃত আকবর আলীর ছেলে আরব হোসেন (৩৫)।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, রফিকুল ইসলাম, সুরুত আলী, আরব হোসেন নিজ এলাকাসহ আশপাশের এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাভপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশায় ফেনসিডিল উঠানোর সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান এএসআই।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।