ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলার উনাইরপাড় এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বেদম মারপিটের শিকার সুলতান মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার ছেলে সবুজ মিয়া জানান, গত ৬ নভেম্বর সন্ধ্যার পর সুলতানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় সতন মাঝি নামে এক লোক। এরপর তাকে পাশ্ববর্তী ডিলারের ফিশারিতে নিয়ে একটি ঘরে আটক করে মারপিট করে ‘অজ্ঞাতপরিচয়’ কিছু লোক।
পরে ওইদিন রাতেই আহত সুলতানকে স্থানীয় কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন চিকিৎসার পর সোমবার সকাল ৮টায় সুলতানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে পাঠান করেন কর্তব্যরত চিকিৎসকরা। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান তিনি।
কলেজপড়–য়া সবুজ মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই সতন মাঝির নেতৃত্বে কিছু লোক আমার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে। এতেই আমার বাবার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ধরনের কোনো খবর আমার জানা নেই।
বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/