ময়মনসিংহ: ময়মনসিংহে এবার এক হাজার মন্ডপে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত হবে। শিউলির সুবাসে আর মঙ্গল বাঁধনে শ্যামা মাকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পূজারীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত এ পূজার কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শঙ্কর সাহা।
তিনি জানান, সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে জেলায় মোট এক হাজার পূজা মন্ডপে এ পূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌর এলাকাতেই প্রায় ৩৫০টি মন্ডপ স্থাপিত হয়েছে।
ইতোমধ্যে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, পৌরসভা ও জেলা পূজা উদযাপন পরিষদ পূজারীবৃন্দদের নিয়ে মতবিনিময় সভা করেছে। পূজা উপলক্ষে রক্তদান কর্মসূচি, আরতি প্রতিযোগিতা, মাতৃসংগীত পরিবেশন, ধর্মীয় কাহিনী নিয়ে প্রদর্শনী ও প্রসাদ বিতরণের কর্মসূচিও নেওয়া হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রণব কুমার সাহা রায় ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার পূজারীবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/