বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের শার্শায় আজিজুর রহমান নামে এক আড়তদার ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে শার্শার শ্যামলাগছি এলাকায় এ ঘটনা ঘটে।
আজিজুর বাংলানিউজকে জানান, বেনাপোল ইসলামী ব্যাংক থেকে তিনি নগদ তিন লাখ টাকা উত্তোলন করেন। পরে বেনাপোল বাজারে ব্যবসায়িক কিছু কাজ মিটিয়ে টাকা সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নাভারণ অভিমুখে রওনা দেন। পথিমধ্যে শ্যামলাগছি পৌঁছালে অপর দিক থেকে আসা চারটি মোটরসাইকেলের ছয়জন আরোহী তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে অস্ত্রের মুখে তার কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে যশোরের দিকে পালিয়ে যায়।
এসময় আশপাশে লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি জানিয়ে তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে।
যশোর-বেনাপোল সড়কে প্রায়ই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটলেও একজন ব্যবসায়ীরও টাকা এ পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। বিভিন্ন সময়ে এসব স্থানে ব্যবসায়ীদের পক্ষ থেকে পুলিশি টহলের দাবি করা হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় না বলে অভিযোগ আছে। এ কারণে ভয় ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে ব্যবসায়ীরা তাদের অর্থ লেনদেন করছেন।
বাংলাদেশ সময: ০৬০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এইচএ/