ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাঁখারিবাজারে শ্যামাপূজার শেষ প্রস্তুতি

সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
শাঁখারিবাজারে শ্যামাপূজার শেষ প্রস্তুতি ছবি: দিপু/বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুরান ঢাকার শাঁখারিবাজারে শ্যামাপূজার সব প্রস্তুতি শেষ হয়েছে।

সন্ধ্যার মধ্যেই শেষ হয়েছে নারীদের শাঁখা, চুড়ি বালা কেনা।

বাঙালি হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে শুরু হবে আরাধনা। এরপর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দীপাবলী উদযাপন।

প্রতিবারের মত বড় আকারে পূজা উদযাপনে প্রস্তুতি নেওয়ার কথা জানান শাঁখারি বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি অভিজিৎ পাল।

প্রায় অর্ধশত পূজা মণ্ডপে সেজেছে শাঁখারি বাজারের আশপাশের এলাকা। মণ্ডপে তোলার জন্য প্রস্তু্ত আছে তার চেয়েও বেশি কালীমূর্তি।

মূর্তি তৈরি করেন অমন পাল, জানতে চাইলে তিনি বলেন, পাঁচ বছর ধরে তিনি শাঁখারি বাজারে মূর্তি তৈরি করছেন। শ্যামাপূজার জন্য গত ১০ দিনে ৭টি কালীমূতি বানিয়েছেন তিনি। একেকটি মূতির দাম ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা।

শাঁখারি বাজারের কয়েকটি প্রতিমা তৈরির দোকান ঘুরে দেখা গেছে, ঢাকার বিভিন্ন স্থানের পূজামণ্ডপের জন্য মধ্যরাতেও কেউ কেউ অপেক্ষা করছেন প্রতিমা সংগ্রহ করে নিয়ে যাওবার জন্য।
সুর ব্রাদারসের শাখা বিক্রেতা জানান, শাঁখা পাথর সেটিং, সোনা বাঁধাই শাখা, পলা সিঁদুর, মুকুট, বাদ্য,  জলশঙ্খ আগেই বিক্রি শেষ হয়েছে। সাধারণত পূজা শুরু হওয়ার আগে এগুলোর বেচাকেনা জমে উঠে।

হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় উৎসবটি ঘিরে শাঁখারি বাজার ছাড়াও উৎসবমূখর রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ এলাকা।

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। তাদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।