ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন কচুক্ষেত এলাকায় একটি চেকপোস্টে এক মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক হামলাকারীকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে কচুক্ষেতের সেনা চেকপোস্টে হামলার ঘটনাটি ঘটে। আহত মিলিটারি পুলিশ সদস্যের নাম সামিদুল (আনুমানিক ২৮)। তিনি সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তবে আটককৃত হামলাকারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় এমপি চেকপোস্টের পাশ দিয়ে যাওয়া একটি রিকশা থামিয়ে কথা বলছিলেন সামিদুল। এ সময় পেছন থেকে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তার ডান হাত ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলার পরপরই এক দুর্বৃত্ত দৌড়ে সেনানিবাসের একটি বাসায় আত্মগোপনের চেষ্টা করে। তবে চেকপোস্টের দায়িত্বে থাকা অপর তিন মিলিটারি পুলিশ ও উপস্থিত জনতা পিছুধাওয়া করে তাকে আটক করে।
হামলাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাকির হোসেন। তিনি বাংলানিউজকে জানান, আহত সেনাসদস্যকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে আরও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫/আপডেট: ১২৪৫ ঘণ্টা
এনএইচএফ/এনএ/আরএইচ