ঢাকা: রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁও ট্রাক টার্মিনালের চারপাশ অবৈধভাবে দখল করে অসংখ্য দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। ফলে টার্মিনালের ভেতরে জায়গার সংকুলান না হওয়ায় শত শত ট্রাক আশপাশের সড়কে দিনের পর দিন দাঁড় করিয়ে রাখা হচ্ছে।
এতে প্রতিনিয়ত ওই এলাকায় যানজট চরম আকার ধারণ করছে।
বহুদিন ধরে সড়ক থেকে ট্রাকগুলো সরানোর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) চেষ্টা করলেও এতে কর্ণপাত করেননি ট্রাক মালিক ও চালকরা। যদিও অস্থায়ী এ টার্মিনালের জায়গাটি বাংলাদেশ রেলওয়ে ও পিডব্লিউডি’র মালিকানাধীন।
যানজটমুক্ত করতে ডিএনসিসি’র মেয়র আনিসুল হক ওই এলাকা থেকে সব অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে রাস্তার ট্রাকগুলো টার্মিনালে রাখার জন্য একাধিকবার নির্দেশনা দিলেও এতে কোনো কাজ হচ্ছে না।
সর্বশেষ গত রোববার (০৮ নভেম্বর) ট্রাক টার্মিনাল পরিদর্শন করে মেয়র আনিসুল হক আবারো সব ধরনের অবৈধ স্থাপনা সরানোর জন্য আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন। এরপরও যদি এসব স্থাপনা না সরানো হয় তাহলে পরের দিন থেকে সিটি করপোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে গেছেন মেয়র।
এর আগে গত ০১ নভেম্বর টার্মিনাল এলাকায় এক সমাবেশে মেয়র আনিসুল হক অবৈধ স্থাপনা সরানোর জন্য এক সপ্তাহের সময় দিয়ে বলেছিলেন, এরপর থেকে কোনো ট্রাক আর রাস্তার ওপর রাখা চলবে না। ওই সমাবেশে রেলমন্ত্রী মুজিবুল হকও উপস্থিত ছিলেন। মন্ত্রীও মেয়রের কথায় সহমত প্রকাশ করে গেছেন।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে সরেজমিনে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, সাতরাস্তার মোড় থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, রেললাইন ক্রসিং এলাকার সড়কের ওপরে অসংখ্য ট্রাক ও কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা আছে। ট্রাকস্ট্যান্ডের অবৈধ দোকানগুলোও আগের মতোই আছে। স্ট্যান্ডটির ভেতরেও এলোমেলোভাবে ট্রাক রাখা হয়েছে। পুরোটা ময়লা-আবর্জনায় ভরা।
কোথাও কোথাও পুরনো ও নষ্ট ট্রাক রেখে জায়গা দখল করে রাখা হয়েছে। একপাশে ট্রাক মেরামতের দোকানের সারিও দেখা গেছে।
অভিযোগ রয়েছে, ট্রাকস্ট্যান্ডে খাবার ও ট্রাক মেরামতের দোকানগুলো থাকায় অনেক ট্রাক রাখা যাচ্ছে না।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী বাংলানিউজকে বলেন, গত রোববার (০৮ নভেম্বর) মেয়র আনিসুল হক এলাকা পরিদর্শন করতে আসেন। এ সময় সমিতির পক্ষ থেকে মেয়রকে অনুরোধ করে জানানো হয়, এতো অল্প সময়ের মধ্যে রাস্তা থেকে সব ট্রাক সরানো ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা সম্ভব না। আরও এক মাস সময় লাগবে। এ সময় মেয়র ২৭ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন।
তিনি বলেন, ট্রাকস্ট্যান্ডে গত কয়েক বছর ধরে শতাধিক ট্রাক পুরনো ও নষ্ট হয়ে পড়ে আছে। সেগুলো সরিয়ে নিলে অনেক জায়গা হবে। এছাড়া অবৈধ দোকানগুলো উচ্ছেদ করতে পারলেও জায়গা বাড়বে। ফলে সড়কে আর ট্রাক রাখতে হবে না।
এদিকে সড়কের ওপর এভাবে ট্রাক রাখায় ক্ষোভ জানিয়েছেন পথচারীরাও। রফিকুল ইসলাম বলেন, সড়কের অর্ধেক জুড়ে থাকে ট্রাক, কাভার্ড ভ্যান। আর বাকি রাস্তায় চলে অন্য ট্রাকগুলো। তাহলে আমরা হাঁটবো কোন সড়ক দিয়ে? এছাড়া অন্য যানবাহন নিয়েও এ রাস্তা দিয়ে চলাচল করা যায় না।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
একে/টিএইচ/এএসআর