ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘রাজাকার-স্বৈরাচার’কে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
‘রাজাকার-স্বৈরাচার’কে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

ঢাকা: নূর হোসেন ও সৈয়দ আমিনুল হুদা টিটুসহ বহু মানুষ জীবন উৎসর্গ করলেও এখনও গণতন্ত্রের স্বাদ পায়নি মানুষ। প্রকৃত গণতন্ত্রের স্বাদ পেতে হলে রাজাকার ও স্বৈরাচার মুক্ত থাকতে হবে।

এদের সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।

মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে এসব কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা।
     
সকালে শহীদ নূর হোসেন দিবসে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানাতে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন সিপিবির নেতরা।

এ সময় বক্তব্য রাখেন সিপিবি নেতা আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, সাবেক ছাত্রনেতা মানবেন্দ্র দেব, যুবনেতা হাফিজ আদনান রিয়াদ, ছাত্রনেতা লাকী আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ২৮ বছর আগে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি¬ পাক’ এই স্লোগান বুকে ধারণ করে নূর হোসেন, সৈয়দ আমিনুল হুদা টিটোসহ অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করলেও আজও প্রকৃত গণতন্ত্রের স্বাদ পায়নি দেশবাসী।

একদিকে সরকার স্বৈরাচারকে সঙ্গে নিয়ে উন্নয়নের তকমা হাজির করে সীমিত গণতন্ত্রের কথা বলছে। অন্যদিকে ৭১-এর ঘাতক চরম ফ্যাসিস্ট জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে। রাজাকার আর স্বৈরাচারকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।

নেতারা দেশের বর্তমান পরিস্থিতিকে ‘গুমট আবহাওয়া’ উল্লেখ করে এর থেকে মুক্তি পেতে নূর হোসেন, টিটোদের স্বপ্ন বাস্তবায়ন করতে বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিগুলোর বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান।

এর আগে সকালে রাজধানীর নূর হোসেন স্কয়ারে ও পরে মুক্তিভবনের সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতিকৃতিতে সিপিবির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিপিবি নেতরা।

বাংলাদেশ সময় : ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএমএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।