ঢাকা: স্বৈরাচারী আর অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সেই সাহসী বীর নূর হোসেনের চেতনাকে লালন করেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, জাতির সংকটময় সময়ে যখন স্বৈরাচার আর অত্যাচারীরা মাথা চাড়া দিয়ে উঠেছিল ঠিক সেসময় সাহসী বীর নূর হোসেন শরীরে ব্যানার নিয়ে রাস্তায় নেমে পরেছিলেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নূর হোসেন দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শহীদ নূর হোসেন সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশেকে পেছনে ফেলতে ও অরাজকতা সৃষ্টি করতে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। যারা ষড়যন্ত্র করে দেশে নাশকতা সৃষ্টির করার চেষ্টা করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমন করেছে সরকার। আগামীতেও নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এ দেশে জঙ্গীবাদের উত্থান ঘটাতে চায় তাদের দমন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই এগিয়ে যাবে বাংলাদেশ।
আয়োজক সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক তছলিম আহম্মেদ, আওয়ামী লীগ নেতা এমএ করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১০ নভেম্বর, ২০১৫
জেডএফ/আরএ