ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় গৃহবধূকে উত্ত্যক্ত করার অপরাধে রোকনুজ্জামান রোকন (২৫) নামে এক মাদকাসক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
রোকনুজ্জামান উপজেলার শ্যামগাতি গ্রামের মৃত. আবুল কালাম আজাদের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় এক ব্যবসায়ীর স্ত্রীকে উত্ত্যক্ত করেন রোকনুজ্জামান। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে রোকনুজ্জামানের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে সোমবার রাত ৮টার দিকে রোকনুজ্জামানকে তার বাড়ি থেকে আটক করা হয়।
পরে রাতেই তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় রোকনুজ্জামানকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআই