ঢাকা: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার শানুর বাবা মজিবুল হক সোমবার (০৯ নভেম্বর) ফেনীর ছাগলনাইয়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মজিবুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
এক শোকবার্তায় রিপন বলেন, মরহুম মজিবুল হক তার নিজ এলাকায় একজন সজ্জন ও ধার্মিক ব্যক্তি হিসেবে সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। মজিবুল হকের মৃত্যুতে তার পরিবার ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।
ড. আসাদুজ্জামান রিপন মরহুম মজিবুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএ