সাভার (ঢাকা): সাভারে মো. উজ্জল হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তালবাগ এলাকার একটি চার তলা ভবনের ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত উজ্জল হোসেন মাদারীপুর জেলার মান্নান খালাশীর ছেলে। তিনি ওই এলাকার ওকে টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত কলিকাতা হারবাল মেডিকেয়ারের মালিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্র বাংলানিউজকে জানায়, তালবাগ এলাকার ওকে টাওয়ারের চার তলার ছাদে কলিকাতা হারবাল মেডিকেয়ারের মালিক মো. উজ্জল হোসেনের মরদেহ ঝুলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, লাশের সুরতহাল ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, ব্যবসায়ীক মন্দা ও পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখছি।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএনএইচ/জেডএস