ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মাইক্রোবাস চাপায় গ্যারেজ কর্মীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
গাজীপুরে মাইক্রোবাস চাপায় গ্যারেজ কর্মীর মৃত্যু

গাজীপুর: গাজীপুরে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ফয়সাল আহম্মেদ (১৮) নামে এক গ্যারেজ কর্মীর মৃত্যু হয়েছে।

ফয়সাল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

সে ভোগড়া এলাকায় ভাড়া থেকে ওই গ্যারেজে হেলপারের কাজ করতো।

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ভোগড়া এলাকার মেসার্স সাদ্দাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সালের সহকর্মী শরিফুল ইসলাম জানান, সকালে গ্যারেজে একটি মাইক্রোবাস মেরামতের কাজ করছিল ফয়সাল। হঠাৎ মাইক্রোবাসে ব্যবহৃত জগটি সড়ে গেলে সে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে।

গুরুতর আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা জানান, ফয়সালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।