বরগুনা: বঙ্গোপসাগরকে জলদস্যু মুক্ত করা, অপহৃত জেলে ও ফিশিং বোট উদ্ধারের দাবিতে ফিশিং বোট মালিক সমিতি, জেলে ও মৎস্যজীবীরা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বরগুনা প্রেসক্লাব চত্বরে এ জেলে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মহাসমাবেশে বরগুনার পাথরঘাটা, তালতলী, পটুয়াখালীর কুয়াকাটা, আলীপুর, কলাপাড়া, বাগেরহাটের শরণখোলা, রায়েন্দা, পিরোজপুরের তুষখালী, মঠবাড়িয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকার ট্রলার মালিক, জেলেসহ পাঁচ সহস্রাধিক মৎস্যজীবী অংশ নেয়।
মানববন্ধন ও সমাবেশ শেষে মৎস্যজীবীদের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১০ দফা দাবি উল্লেখ করে দু’টি পৃথক স্মারকলিপি দেয় বরগুনা জেলা ফিশিং বোট মালিক সমিতি ও বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি।
১০ দফা দাবিগুলো হলো- উপকূলীয় জেলেদের সুরক্ষায় নীতিমালা তৈরি, অপহৃত জেলে ও ট্রলার জলদস্যুদের হাত থেকে উদ্বারের ব্যবস্থা করা, বঙ্গোপসাগরকে জলদস্যু মুক্ত রাখতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, বিদেশি ফিশিং ট্রলারের অনুপ্রবেশ বন্ধ করা, নিহত ও আহত জেলে পরিবারকে ক্ষতিপূরণসহ পূনর্বাসন করা, ফেয়ারওয়ে বয়া ও সুন্দরবনে নৌবাহিনীর ও র্যাবের ঘাঁটি স্থাপন, ইলিশ মৌসুমে হেলিকপ্টার দিয়ে সুন্দরবন ও বঙ্গোপসাগরে টহলের ব্যবস্থা করা, জেলে ও ফিশিং ট্রলারের বীমা ব্যবস্থা চালু করা, জেলেদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা ও বঙ্গোপসাগরগামী ফিশিং বোটে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালু করা।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমজেড