নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে নয়টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ছয়ানী-চন্দ্রগঞ্জ রাস্তার মাথার এনায়েত নগর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে আব্দুল কাদেরের মুদি দোকান, মানিকের মুদি দোকান, শাহজাহানের মুদি দোকান, ইব্রাহিম স্টেশনারি, সেলুন ও হোসেন মিয়ার মুরগির দোকান।
আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন খান বাংলানিউজকে বলেন, সোমবার রাতে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যায়। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন ওই বাজারের কয়েকটি দোকানে আগুন দেখতে পায়।
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই আগুনে বাজারের নয়টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ইসমাইল বাংলানিউজকে বলেন, আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসব দোকান থেকে প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমজেড