ঢাকা: দুর্নীতির মামলা বাতিলে কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও প্রবীর হালদার। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বাংলানিউজকে বলেন, আদালত আব্দুর রহমান বদির আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে গত ৮ সেপ্টেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৮ নভেম্বর বিচারিক আদালতে এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে গত ১ অক্টোবর মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে বদির আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
২০১৪ সালের ২১ আগস্ট দুদকের উপপরিচালক আব্দুস সোবহান ঢাকার রমনা থানায় এ মামলা করেন। যেখানে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলা অভিযোগ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫/আপডেট: ১৫৪০ ঘণ্টা
ইএস/জেডএস