পিরোজপুর: পিরোজপুরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় অদৃত হালদার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত অদৃত হালদার পিরোজপুর পৌরসভার পালপাড়া মহল্লার সমীরণ হালদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী জানায়, সকালে অদৃত হালদার বাসার সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে সে মাথায় আঘাত পায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র দাস দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমজেড