খুলনা: মুক্ত প্রকাশ, মুক্ত বিকাশ-এ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবসে খুলনা থেকে প্রকাশিত হতে যাচ্ছে দৈনিক খুলনাঞ্চল।
ইতোমধ্যেই ঘর গোছানোর কাজ প্রায় শেষ করেছে পত্রিকাটি।
একঝাঁক প্রগতিশীল সংবাদ কর্মীদের নিয়ে যাত্রা করবে পত্রিকাটি।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিলটন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে জানান, হযরত খাজা খানজাহান আলী (রহঃ) এর চারনভূমি আর বিশ্ব কবি রবি ঠাকুর, প্রখ্যাত বিজ্ঞানী পিসি রায়, চিত্রশিল্পী এস এ সুলতান, মাইকেল মধুসুদন দত্ত, লালন শাহের স্মৃতি ধন্য খুলনা থেকে পাঠকের চাহিদা পূরনের প্রতিশ্রুতি নিয়ে পত্রিকাটি প্রকাশ হবে। গতানুগতিক ধারা থেকে বেড়িয়ে আসবে কাগজটি।
তিনি আরও বলেন, রূপসী রূপসার কোল ঘেঁষা শিল্প ও বন্দর নগরী খুলনার অন্যান্য দৈনিকগুলোর সঙ্গী হতে চায় পত্রিকাটি। সে লক্ষ্যে ইতোমধ্যে কাঙ্খিত জনবল নিয়োগ দেওয়ার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে পত্রিকার ড্যামি প্রকাশ হচ্ছে। বিজয় দিবসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠকের হাতে পৌঁছে যাবে কাগজটি।
পত্রিকাটি বিগত ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে সাপ্তাহিক হিসেবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছিলো। সম্প্রতি এটি দৈনিকের ডিক্লিয়ারেশন পেয়েছে। পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খবিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এমআরএম/আরএ