পিরোজপুর: পিরোজপুর আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মলয় দাসের (৫০) এখনো খোঁজ মেলেনি।
সোমবার (০৯ নভেম্বর) সকাল থেকে তিনি নিখোঁজ হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত তার সন্ধান পায়নি পুলিশ ও পরিবারের সদস্যরা।
এদিকে, এ ঘটনায় পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহ আলম সোমবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মো. শাহ আলম জানান, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম চেচড়ি গ্রামের বাসিন্দা মলয় দাস পিরোজপুর আদালতে দায়িত্বরত ছিলেন। সোমবার সকালে তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে।
পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে জানান, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসআর