রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৪টি রেস্টুরেন্টের অভিযান চালিয়ে ৪টি রেস্টুরেন্টের অবৈধ বাণিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার ( ১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তারাব পৌরসভার বিশ্বরোড ও বরপা এলাকায় থাকা ওই ৪টি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
গ্যাস বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের যাত্রামুড়া শাখার ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আতিকুল হক সিদ্দিকী, ব্যবস্থাপক (সিঅ্যান্ডভি) প্রকৌশলী শাহিদুর রহমান, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আজাদ, উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম, আবু শাহীন, রাইজার টিম সুপার ভাইজার আজিজুল ইসলাম, ইসমাইল হোসেন প্রমুখ।
এসময় প্রায় অর্ধশতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন বলেন, বরপা এলাকার নিউ ক্যাফে রেস্তোরা, প্রিন্স রেস্টুরেন্ট, বিশ্বরোড এলাকার শাহ চন্দ্রপুরী রেস্টুরেন্ট, আল্লাহর দান রেস্টুরেন্টে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া এসব অবৈধ ভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের সব অবৈধ গ্যাস সংযোগ পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে।
তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের যাত্রামুড়া শাখার উপ-মহা ব্যবস্থাপক খন্দকার আব্দুস সবুর বলেন, রূপগঞ্জ উপজেলাসহ আশ-পাশের উপজেলার বিভিন্ন এলাকায় আবাসিক ও বাণিজ্যিক খাতে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নিয়ে চুরি করে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৫
এসএইচ